মহান বিজয় দিবসে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সংশপ্তক পরিবার
ঝিনাইদহ প্রতিনিধিঃ
জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক নিঃস্বার্থ সেবার। আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে সংশপ্তক’পরিবার সমাজকল্যাণমূলক “মানবসেবার দৃঢ় প্রত্যয়ে” স্লোগানটির যথার্থ সার্থকতার প্রমাণ দিলেন। চন্ডিপুর গ্রামের দিঘীরপাড় এলাকার মাত্র ১৩ মাস বয়সের একটি বাচ্চা শিশুর শরীরের ২০ শতাংশ গরম পানিতে ঝলসিয়ে বীভৎস আকৃতির হয়ে যায়। খোঁজ পেয়ে সংশপ্তকের দিঘীরপাড় প্রতিনিধি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ কাওছার আলী ছুটে যায় সেখানে। শিশু ইমরানের বাবা মোঃ শরিফুল ইসলাম পেশায় মসজিদের খাদেম, অল্প কিছু মাইনে পান। সংসার চালাতে যেখানে তার হিমশিম খেতে হয়, সেখানে বাচ্চা শিশুর চিকিৎসা করানো দুঃসাধ্য ব্যাপার। তার পরেও ধারদেনা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নিয়ে যান। এর আগেও তার একটি বাচ্চা পানিতে ডুবে মারা যায়। সংশপ্তক’ এর সভাপতি মোঃ আলমগীর হোসাইন এই করুণ দৃশ্যের কথা জানার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সংশপ্তকের প্রবাসী, চাকরিজীবী ও যুব সমাজের সার্বিক প্রচেষ্টায় আজ ছোট্ট শিশু ইমরান হোসেনের বাবার হাতে সোনালী ব্যাংকের ২৫০০০/-(পঁচিশ হাজার) টাকার চেক তুলে দেন সংশপ্তক’ এর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল সরকার। এছাড়াও শিশুটির যাবতীয় চিকিৎসার দায়িত্ব নেয় সংশপ্তক’। এভাবেই আর্তমানবতার সেবায় কাজ করে যাবে ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের চন্ডিপুর-পার্বতীপুর গ্রামের মানুষের প্রাণের সংগঠন সংশপ্তক’। এছাড়াও আজ সকাল ৮ টা ৩০ মিনিটে বিজয় দিবস উদযাপন র্যালি,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন সংশপ্তক’ পরিবার।