এবছর জুন মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে সাউথ এশিয়া বিজনেস ডেভলপমেন্ট আয়োজিত কলকাতা রবীন্দ্র মঞ্চে জোরাসাঁকোয় কবি ও লেখক হিসাবে মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ড (২০২৩) ও একই সংগঠনের আয়োজনে নেতাজী সুভাষ চন্দ্র পিচ এ্যাওয়ার্ড (২০২৩) পেলেন বাংলাদেশের কবি ও সাহিত্যিক গৌতম কুমার হালদার ।
তাঁর লেখালেখি শুরু ছোটকাল থেকেই। তার লেখার বিশেষত্ব সহজ, সরল ও সাবলীল।তিনি সমাজের সাধারণ মানুষের মনের কথাগুলো অত্যান্ত দক্ষতার সাথে কলমের আঁচড়ে তাঁর লেখনীতে তুলে ধরেছেন। মানবিক কোমল হৃদয়ের মানুষ কবি গৌতম কুমার হালদার।গৌতম কুমার হালদার’এর জন্ম স্হান পিরোজপুর জেলাধীন নাজিরপুরের দীর্ঘা কুমারখালীতে । পিতা- গৌরাঙ্গ লাল হালদার, মাতা- অঞ্জলী হালদার ।
গৌতম কুমারের এ সাফল্যে নাজিরপুর ও পিরোজপুরের কবি সংসদ’ এর কবিগণ তাকে অভিনন্দন জানান ।