• রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ন

মনোনীত দলীয় প্রার্থী মোঃ ফারুক হোসেন হরিণাকুন্ডু পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়তে চান

Reporter Name / ৭২ Time View
আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

মনোনীত দলীয় প্রার্থী মোঃ ফারুক হোসেন হরিণাকুন্ডু পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়তে চান
কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু পৌরসভাকে অত্যাধুনিক পৌরসভায় রূপান্তর করতে চান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ১নং ওয়ার্ডের তরুণ কমিশনার মোঃ ফারুক হোসেন। তিনি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।
তিনি পৌর কমিশনার হওয়ার আগে থেকেই স্বকীয়ভাবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনৈতিক, সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নিজেকে যোগ্যতম সেবক হিসেবে হরিণাকুন্ডু পৌরবাসীর কাছে পৌর মেয়র পদে নির্বাচন করার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। পূর্ব অভিজ্ঞতার আলোকে ভোটারদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ,হৃদ্যতাপূর্ণ আলাপ-আলোচনা ও বিভিন্ন পেশার মানুষদের সাথে কথা বলছেন। ভোটারদের দিচ্ছেন আধুনিক পৌরসভা গড়ার প্রয়োজনীয় নানা পদক্ষেপের প্রতিশ্রুতি। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিজের স্বপ্নকে পৌরবাসীকে জানাতে বিতরণ করছেন লিফলেট,মোড়ে মোড়ে টাঙিয়ে দিয়েছেন ফেস্টনসহ ব্যানার। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মেয়র পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়ে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। করোনার দুর্দিনে সরকারি সহযোগিতা ছাড়াও নিজ উদ্যোগে অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। বিপদে আপদে সার্বক্ষণিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজ পরিবারের সদস্য ভেবে। সহানুভূতির পরশ দিয়েছেন অভিভাবকের বেশে।
জননেত্রী শেখ হাসিনা তৃণমূল একনিষ্ঠ দলপ্রেমী,দলের দুর্দিনের সারথি ও পরিচ্ছন্ন তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। আমি আশাবাদী ছিলাম, দল আমাকে মনোনয়ন দিয়েছে,এলাকার সর্বসাধারণের দোয়ায় ও ভোটে আমিই বিজয়ী হবো ইনশাল্লাহ। বর্তমান মেয়র প্রতিশ্রুতি অনুযায়ী পৌরবাসীর জীবন-যাত্রার মান উন্নয়নে তেমন কিছুই পরিবর্তন করতে পারেননি। রাস্তা-ঘাট, ব্রিজ, পানি নিষ্কাশনের ড্রেন ও ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা করতে না পারায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তা-ঘাটের যথাযথ উন্নয়ন না হওয়ায় চলাচলে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আমি এলাকায় সরকারি ও নিজ উদ্যোগে রাস্তা- ঘাট, কালভার্ট, ব্রিজ, নিরাপদ পানির যথাযথ ব্যবস্থা করে দিয়েছি। তিনি আরও বলেন, আমি মেয়র হলে প্রয়োজন অনুয়ায়ী এলাকার রাস্তা-ঘাট,ড্রেনেজ ব্যবস্থা,ময়লা ফেলার নির্দিষ্ট জায়গাসহ হরিণাকুন্ডু পৌরসভাকে জনবান্ধব আধুনিক ডিজিটাল পৌরসভায় রূপান্তরিত করবো। আমি পৌরবাসীর সেবক হিসেবে সারাজীবন পৌরবাসীর পাশে থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1