আগামী ১৮জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার (১২জুন) দুপুর ১২টায় ঝিনাইদহ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার ৬টি উপজেলা এবং ৩টি পৌরসভায় (৫-১১) মাস বয়সের ২৮,২১২ জন এবং (১২-৫৯) মাস বয়সের ২,১০,৬৭৪ জনসহ সর্বমোট ২লাখ ৩৮হাজার ৮’শ ৮৬জন শিশুকে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ৯টি স্থায়ী ক্যাম্প, ১৭৩৩টি আউটরীচ, ১৫টি অতিরিক্ত এবং ৫টি ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
ওরিয়েন্টেশন কর্মশালায় তথ্য উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা.শুভ্রা রানী দেবনাথ। কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।