ভাষা সৈনিক মুসা মিয়া স্মরণে
বিবর্ণ সকাল
কাজী মোহাম্মদ আলী পিকু
অতীত তুমি একটু তাকাও একটু দেখো চেয়ে
তোমার জন্য ভালোবাসা আমরা যাচ্ছি পেয়ে
হঠাৎ ঝড়ে হারিয়ে গেলে বিবর্ণ হলো সকাল
দুঃখের দুপুর গড়িয়ে প্রাণ হারিয়ে গেলো একাল
কীর্তিমানের কিতকর্ম দেশ সমাজের পটে
স্মৃতির পাতায় স্মৃতি মন্থন আপন মনেই ঘটে।।