ভাষা সৈনিক মুসা মিয়া
কাজী পিকু
মুছতে চাইলেও যায় না মুছা ভুলতে চাইলেও ভুলা,
ভাষা সৈনিক মুসা মিয়া হৃদয়কে দেয় দোলা।
সমাজ সেবক মহান নেতা সুধী সর্বজন ,
তাঁর শূন্যতা দেয় বেদনা কষ্টে কাঁদে মন ।
হৃদয় মাঝে আছে গাঁথা তোমার অতীত স্মৃতি,
শ্রদ্ধা আর ভালোবাসায় থাকবে বেঁচে তুমি।