ভারতীয় পেঁয়াজ নিয়ে সাতক্ষীরা সীমান্তে আটকা পড়ে ১৬৫ ট্রাক
পিকে নিউজ ডেক্সঃ
শুক্রবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় প্রায় ১৬৫ টি পেঁয়াজ বোঝাই ট্রাক অপেক্ষায় ছিল। ১৪ ই সেপ্টেম্বর ভারত সরকার পেঁয়াজ রফতানিতে হঠাৎ নিষেধাজ্ঞা জারি করার পরে, ১০ লাখ টাকার পেঁয়াজযুক্ত এই ট্রাকগুলি চার দিনের জন্য সীমান্তে আটকা পড়ে রয়েছে। এই ট্রাকগুলি নিষেধাজ্ঞা আরোপের আগে আমদানি করা পেঁয়াজ ধারণ করে এবং আমদানিকারকরা সীমান্তে এই বিপুল পরিমাণে পেঁয়াজ পচে যাওয়ার ঝুঁকিতে বিশাল লোকসানের আশঙ্কা করছেন। আমদানিকারকদের কোনও ধারণা নেই এই ট্রাকগুলি কখন দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেছেন, ‘ভারতের ঘোজাডাঙ্গায় পেঁয়াজ বোঝাই প্রায় ১৬৫ ট্রাক আটকা পড়েছে। তবে এই ১৬৫ টি পেঁয়াজ ভারত থেকে ভোমরা বন্দরের ব্যবসায়ীদের কাছে নিষেধাজ্ঞার আগে চাপানো হয়েছিল। ’ ‘এই পেঁয়াজ ট্রাকগুলির নথি ইতিমধ্যে সাফ হয়ে গেছে। আমি জানতে পেরেছি যে তারা নিষেধাজ্ঞার আগে এলসিসি দিয়ে আমদানি করা পেঁয়াজবাহী ট্রাকগুলিতে প্রবেশের অনুমতি দেয়। তবে তাদের এখনও মুক্তি দেওয়া হয়নি, ’তিনি বলেছিলেন। অন্যদিকে, কৃত্রিম সংকটের মধ্য দিয়ে বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীদের বাজারে পেঁয়াজের দাম বাড়ানো থেকে বিরত রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। শুক্রবার জেলায় স্থানীয় বিভিন্ন পেঁয়াজ প্রতি কেজি ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। News Copy by newagebd.net