তুহিন হোসেন, বেনাপোল প্রতিনিধি:
“করোনা মানে মৃত্যু নয়, বাঁচতে হলে জানতে হবে” এই স্লোগান নিয়ে আজ (১৬ মার্চ) বেলা 1.00 টার সময়, বেনাপোল বাজারে, নাফিজ সুপার মার্কেটে, কমিউনিটি মেডিমিন রিচার্স এন্ড ইমপ্রুভমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত, সাউথ বেঙ্গল ডেভেলপমেন্ট সেন্টার এর পরিচালনায়, ফ্রি মেডিকেল ক্যম্প ও করোনা ভাইরাসের সচেতনতা মুলক সেমিনার ও ফ্রি মাস্ক প্রদানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটখালি ইউনিয় আওয়ামিলিগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃসিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক ডাঃ শেখ মঈনুদ্দিন, ডাঃ রোকোনুজ্জামান এবং কমিউনিটি মেডিসিন এর সুপারভাইজার ও সাস্থ্য সহকারি বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত থাকার বা সতর্কতা অবলম্বন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন ডাঃ মোঃ রোকোনুজ্জামান। সর্বপরি ডাঃ শেখ মঈনুদ্দিন এর সভাপতিত্বে, করোনা থেকে মুক্ত থাকার জন্য দোয়া প্রার্থনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ করা হয়।