বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬আগস্ট) সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে দলটির জেলা শাখা এ দোয়ার আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। পরে দোয়া মাহফিলে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বিএনপির নেতাকর্মীরা।