বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমদ নামে ঝিনাইদহে সড়ক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ
ঝিনাইদহের সাবেক এসডিপিও মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমের নামে ঝিনাইদহে সড়ক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ পৌরসভা আয়োজনে মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এই সড়কের নাম ফলক উদ্বোধন করেণ। সড়ক উদ্বোধন শেষে শহরের গিলাবাড়ীয়া আয়েশা কনভেনশন সেন্টারে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন ১৯৭১সালে যুদ্ধকালীন ঝিনাইদহ মহাকুমার এসডিপিও বীরমুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম, এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, কেসি কলেজের অধ্যক্ষ বি এম রেজাউল করিম, আইনজীবী সমিতির সভাপতি খান আক্তারুজ্জামান, পিপি ইসমাইল হোসেন বক্তব্য রাখেন । এছাড়াও স্মৃতিচারণ করেন তৎকালীন রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মন্টু, গোলাম মোস্তফা,মাসুদ আহম্মেদ সঞ্জু, নায়েব আলী সদ্দার, নাসির উদ্দীন, আব্দুস সামাদ প্রমূখ। মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা কামাল হোসেন। বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় যুবসমাজকে কাজ করে যাওয়ার আহ্বান ব্যক্ত করেন।