• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন

বিএনপির ভয়ে ভোটাররা ভোট দিতে আসেনি: তথ্যমন্ত্রী

Reporter Name / ১৩১ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির লোকজন হামলা করবে, এমন আশঙ্কা থেকেই ঢাকা সিটি নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসেনি। একইসঙ্গে বলেছেন, উপমহাদেশের মানদণ্ডে ঢাকা সিটিতে সবচেয়ে ভালো ভোট হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সভা পরিচালনা করেন জেলার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা।

রাজশাহী জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির এটি প্রথম প্রতিনিধি সভা। সভায় জেলা নেতৃবৃন্দ ও তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার রাজশাহী এসেছেন। মন্ত্রী সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগ দেন।

একই স্থানে বিকেলে তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যায় মন্ত্রী সার্কিট হাউজের সভাকক্ষে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করবেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রী পাবনা যাবেন। পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেবেন। এদিন তিনি পাবনা থেকে রাজশাহী ফিরবেন এবং ঢাকার উদ্দেশে রওনা দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1