• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন

‘বাসায় থাকুন, নয়তো এখানে উঠতে হবে’ব্যতিক্রমী ভাবনা বোকা সংঘের

Reporter Name / ১২৮ Time View
আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

‘বাসায় থাকুন, নয়তো এখানে উঠতে হবে’ব্যতিক্রমী ভাবনা বোকা সংঘের

ঝিনাইদহ প্রতিনিধিঃ
মহামারি করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখন ঘর বন্ধি। বাংলাদেশেও আক্রান্ত হয়েছে বেশ কয়েক জন। ইতিমধ্যে মারাও গেছে ৮ জন। করোনার সংক্রমন ঠেকাতে পুরো দেশ যেন চলছে অঘোষিত লকডাউনে। মানুষকে ঘরে রাখতে দিন রাত কাজ করছেন সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনসহ নানা সংগঠন। তারপরও ঠেকানো যাচ্ছে না, যাচ্ছে না মানুষের বাইরে ঘোরাঘুরি। মানুষের প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের ‘বোকা সংঘ’ নামের একটি ফেসবুক গ্রুপ। শহরের পাগলা কানাই মোড়ে মৃতদেহ নিয়ে যাওয়া খাটিয়া রেখে দিয়ে তার গায়ে লিখে দিয়েছেন ‘ ‘বাসায় থাকুন, নয়তো এখানে উঠতে হবে’। করোনায় আক্রান্ত হলে মৃত্যু হতে পারে এজন্য বাড়িতে থাকুন এই ধারনা মানুষকে দেওয়ার জন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংগঠনটি।
এ ব্যাপারে ‘বোকা সংঘ’র সভাপতি সাব্বির আহম্মেদ জুয়েল বলেন, কোন ভাবেই যেন মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। কারণে অকারণে ঘর থেকে বের হয়ে শহরে ঘোরাফেরা করছেন। অসচেতন মানুষকে করোনার হাত থেকে রক্ষা করতে ও করোনা হলে মৃত্যু হতে পারে এ ধারনা মানুষকে দিতেই খাটিয়া রেখে দিয়েছি। তবে এতে মানুষ সচেতন হচ্ছে কি না তা বলতে পারবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1