• শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:৫০ পূর্বাহ্ন

বাদপুকুরিয়া এস গণপাঠাগারে নিজের লেখা বই উপহার দিলেন সাংবাদিক কাজী পিকু

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ / ১৫১ Time View
আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

মানুষের আলোকিত জীবনের উপকরণ হচ্ছে বই। জগতে শিক্ষার আলো, নীতি-আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য-সংস্কৃতি—সবই জ্ঞানের প্রতীক বইয়ের মধ্যে নিহিত।

মানবজীবন নিতান্তই একঘেয়েমি দুঃখ-কষ্টে ভরা,কিন্তু মানুষ বই পড়তে বসলেই সেসব ভুলে যায়।পৃথিবীতে বিনোদনের কত কিছুই না আবিষ্কৃত হয়েছে,কিন্তু বই পড়ার নির্মল আনন্দের কাছে সেগুলো সমতুল্য হতে পারেনি।শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিমূলক কোনো মজাদার বইয়ের বিষয়বস্তু বা ঘটনা মানুষ সহজে ভুলে যায় না। তাই জীবনের অবসর সময়গুলো বইয়ের নেশায় ডুবে থাকা দরকার।

তারই ধারাবাহিকতায় সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের ২নং ওয়ার্ডের “বাদপুকুরিয়া এস গণপাঠাগারের”প্রতিষ্ঠাতা সাংবাদিক সাইফুল ইসলামের হাতে নিজের লেখা তিনটি বই তুলে দেন সাংবাদিক ও লেখক কাজী পিকু। তিনটি বইয়ের মধ্যে তুমিই ধ্রুবতারা,করোনার ক্রান্তিকালে সাইদুল করিম মিন্টু এবং নৌকার যোদ্ধা।

এবিষয়ে সাংবাদিক ও লেখক কাজী পিকু বলেন,আমরা চাই শিশুরা পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বই পাঠে আগ্রহী হয়ে উঠুক। সেজন্যই আমার এই বই উপহারের এ কার্যক্রম। মূলত যেকোনো উৎসব-পার্বণে বড়রা শিশুদের বই উপহার দিবে সে প্রত্যাশাই হোক আমাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1