বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র ১১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প বিডা’র ১১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। এক মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে গতকাল ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার উদ্যোক্তারা হাতে-কলমে জ্ঞান অর্জনের জন্য কুষ্টিয়ায় বিআরবি ক্যাবলস পরিদর্শনে যায়। মাসব্যাপী এই প্রশিক্ষণে উদ্যোক্তারা ব্যবসায়ের জন্য অত্যাবশ্যকীয় বিভিন্ন বিষয় যেমন- ব্যাংক, বিএসটিআই, বিনিয়োগ, পরিকল্পনা তৈরী, পরিবেশের লাইসেন্স, ট্যাক্স, ভ্যাট, সাপ্লয়ার্স ও লিংকেজ শিল্প সহ যাবতীয় বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারনা লাভ করে। ট্রেনিং শেষে জেলার সফল ব্যবসায়ী মেন্টর হিসাবে নবীন উদ্যোক্তাদের পাশে ছিলেন, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ঝিনাইদহ এর সহ-সভাপতি মোঃ নাসিম উদ্দিন, বিডা ইএসডিপি’র প্রশিক্ষণ সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, পরিচালক মোঃ মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, বিআরবি ক্যাবলস এর মহাপরিচালক দীপন কুমার, পাবলিক রিলেশন অফিসার মোঃ কামরুজ্জামান, প্রশিক্ষণ সমন্বয়ক, ইএসডিপি, কুষ্টিয়া’র জাফর আহম্মেদ প্রমূখ। মাসব্যাপী এই প্রশিক্ষনে ১১টি ব্যাচে ২৭৫জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়।