ঝিনাইদহ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদ নির্বাচন-২০২২-২৩ সম্পন্ন হয়েছে।
১৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম-সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের কৃতি সন্তান ও ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড সহকারী আসাফ উদ দৌলা মাসুম।তিনি বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশ ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসাফ উদ দৌলা মাসুম ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মরহুম আইয়ুব হোসেন বিশ্বাসের ছেলে ও সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের ছোট ভাই। ইসলামী ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করে তিনি ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড সহকারী হিসেবে চাকরী নেন।আসাফ উদ দৌলা মাসুম বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হওয়ায় ফজের বিশ্বাস ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
বঞ্চিত জন সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুৎ মাসুমকে অভিনন্দন জানিয়ে বলেছেন,তিনি যেন ন্যায় নিষ্ঠার সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন।