কাজী পিকু
বাংলাদেশের মানচিত্র পতাকা
যতদিন আঁকা থাকবে
বাংলার মানুষ হৃদয় মাঝে
তোমার ছবি-ই আঁকবে ।
পাখির ডাকে মিষ্টি সুরে
মুজিব নামটি আসবে ঘুরে
আকাশ বাতাস চন্দ্র তারা
পদ্মা মেঘনায় ভাসবে
তোমার নামটি বাংলা ভাষায়
স্বর্ণ অক্ষরে হাসবে ।
জাতির বিবেক জাতির ক্ষণ
ভালোবাসায় সিক্ত এ মন
তোমার দেওয়া বাংলাদেশে
স্বাধীন বুলি ফোটে
তোমার জন্ম মৃত্যু দিনে
শ্রদ্ধায় মানুষ জোটে ।