ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুইদিন ব্যাপি ২৪তম মানবাধিকার নাট্য উৎসাবের উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, গুণিজন সংবর্ধনা ছাড়াও পরিবেশন করা হয় তিনটি নাটক। শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপি এ উৎসব শনিবার শেষ হবে।
উৎসবের শুরুতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি রুবেল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাবুল আক্তার লালটু, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের(খুলনা অঞ্চল) সদস্য শাহীনুর আলম লিটন, শিশু-কিশোর নাট্য দলের সভাপতি জয়নাল আবেদীন, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক তারেক হোসেন পল্লব।
আলোচনা সভা শেষে সামাজিক ও সাংস্কৃতিক কাজে বিশেষ অবদান রাখায় শান্ত জোয়ার্দ্দারকে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়।
উৎসবের প্রথম দিন তিনটি নাটক অনুষ্ঠিত হয়। এগুলো হলো, তাছলিমা যাহ্রার নির্দেশনায় কোরিওগ্রাফি, বাসার হুসাইনের রচনায় ও নির্দেশনায় লাইফ লাইন এবং আরিফুজ্জামান লিখনের রচনায় ও নির্দেশনায় বায়স্কোপ। উৎসবের ২য় দিন শনিবার অনুষ্ঠিত হবে স্বপন ভট্রাচার্য্যর রচনায় ও রুবেল পারভেজের নির্দেশনায় নাটক আত্মদহন এবং আল হাদি রোমানের রচনায় ও নির্দেশনায় নাটক স্বপ্ন।