বন্ধুত্ব -০৬ এর উদ্যোগে হাটগোপালপুরে ঈদ উপহার সামগ্রী বিতরন
মনিরুজ্জামান রাসেল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
বন্ধুত্ব -০৬ এর উদ্যোগে হাটগোপালপুরে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। বন্ধুত্ব -০৬ হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহের এস এস সি ব্যাচ -২০০৬ দ্বারা পরিচালিত একটি সংগঠন। বরাবরের মত এবারো তারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। এ ব্যাপারে বন্ধুত্ব -০৬ এর সাধারন সম্পাদক তারেক হাসান আমাদেরকে জানান,আমরা ঈদ, পুজা এবং বিভিন্ন দূর্যোগে সাধ্যমত এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি,এবারো তার ব্যতিক্রম হয়নি। যদিও দেশের এই প্রতিকূল পরিস্থিতিতে আমাদের অনেক বন্ধু গ্রামে আসতে পারি নি তার পরেও আমরা সকলের সহযোগিতায় ১০০ টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বাবদ ঈদ বাজার করে দিয়েছি।এ ব্যাপারে সংগঠনটির সভাপতি রাশেদ আহমেদ শাওন টেলিফোনে আমাদের জানান,হাটগোপালপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। কিন্তু আমাদের আগে কেউ এমন কাজে এগিয়ে আসে নি, আমরা আনন্দ করবো আর পাশের বাড়ির কেউ না খেয়ে থাকবে তা আমাদের জন্য মেনে নেয়া কষ্টের এবং আমরা বিশ্বাস করি আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে হয়।এই উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে আমরা ঈদ উপহার বিতরন করে আসছি।আমাদের পরে অনেকেই এমন কাজে এগিয়ে এসেছে যা আমাদেরকেও আনন্দ দেয় । তিনি আরো বলেন, আমরা স্বপ্ন দেখি আমাদের দেশে কেউ উৎসবে কেউ অন্তত আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হবে না।সবাই যদি নিজ নিজ এলাকার এমন কাজে এগিয়ে আসে তাহলে অবশ্যই আনন্দের পৃথিবী গড়া সম্ভব। তিনি বন্ধুত্ব -০৬ এর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সারা জীবন বন্ধুত্ব -০৬ মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি সকলের দোয়া চান।