বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বঙ্গবন্ধু পরিষদ ও চেম্বার অব কমার্স’র মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
১২ডিসেম্বর ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বরে শনিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।প্রতিবাদ সমাবেশে ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি টাইম ইউনিভার্সিটির ভিসি, প্রফেসর আক্তারুজ্জামান জিল্লু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মন্জুর পারভেজ তুষার, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাড.আব্দুল মালেক মিনা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, গণশিল্পি সংস্থার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালাম প্রমূখ বক্তব্য দেন। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।