বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে “ভাবনায় বঙ্গবন্ধু” গ্রন্থের মোড়ক উন্মোচন
কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ
ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে রবিবার রাত ৮.০০ টার সময় ঝিনাইদহ পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে “ভাবনায় বঙ্গবন্ধু”গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঝিনাইদহ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, ঝিনাইদহ জেলা জর্জ কোর্টের জিপি বিকাশ ঘোষসহ প্রমুখ।বক্তারা বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বেরবুকে বাংলাদেশ নামে স্বাধীন দেশের জন্ম হতোনা।আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে চলতে পারি তাহলে এই সোনার বাংলাকে বিশ্বেরবুকে উন্নত আসনে অধিষ্ঠিত করতে পারবো।উক্ত গ্রন্থটি সুমন সিকদারের সম্পাদনায় বেগবতী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ পৌরসভার সচিব মোঃ মুস্তাক আহম্মেদ