বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির ধৃষ্টতার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির ধৃষ্টতার প্রতিবাদে ঝিনাইদহে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র লীগের আয়োজনে সোমবার বিকেলে সরকারি কেসি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।উক্ত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মৌলবাদী গোষ্ঠী অপরাজনীতি শুরু করেছে। তাদের এই অপ-তৎপরতা রুখতে ছাত্র লীগের নেতাকর্মীদের এক সাথে কাজ করার আহ্বান জানান।