• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ে সর্বোচ্চ সংখ্যক শুন্যপদে নিয়োগের দাবীতে ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট স্মাকলিপি প্রদান

প্রধান প্রতিবেদক,ঝিনাইদহ / ৮৮ Time View
আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্বোচ্চ সংখ্যক শুন্যপদে নিয়োগ ও পদ সংখ্যা বৃদ্ধির দাবিদে ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের চাকুরী প্রত্যাশিরা।

রবিবার (৪নভেম্বর) সকালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকুরী প্রত্যাশিদের ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয় দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে সচিব এবং মন্ত্রী মহোদয়দের ভাষ্যমতে দেশে বর্তমান ৫৮ হাজার প্রাথমিকের শিক্ষকের শুন্যপদ আছে। এই পদ পূরণের জন্য গত ২৮নভেম্বর শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে তাতে আরও উল্লেখ করা হয় দেশে করোনাকালীন সময়ে কোন নিয়োগ না হওয়ায় অনেকের বয়স অতিক্রম করেছে। এই পরীক্ষা স্মরনকালের মধ্যে যথেষ্ট সুষ্ঠু এবং সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে তাই অচিরেই যে পদসংখ্যা শুন্য হবে তার জন্য একটি নিয়োগ প্যানেল তৈরী করে পদ সংখ্যা বাড়ানোর দাবি জানান। তাতে অনেক বেকার সমস্যার সমাধান হবে বলেও উল্লেখ করেন।

স্মারকলিপি প্রদানকালে চাকুরী প্রত্যাশিদের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ ফরিদ আহম্মেদ, রহমতউল্লাহ, কামাল হোসাইন, আল মামুন, মশিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় স্মারকলিপি গ্রহন কালে জেলা প্রশাসক মনিরা বেগম বলেন আপনাদের যৌক্তিক দাবি আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌছে দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1