প্রাইভেট কারে অভিনব কায়দায় ছাগল চুরি
ঝিনাইদহ ডিবি পুলিশের হাতে দুই চোর গ্রেফতার
সুলতান আল একরাম, ঝিনাইদহঃ
ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম প্রাইভেটকারে করে ছাগল চুরির খবর পেয়ে একদল পুলিশকে অভিযানে পাঠান । পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারে বহনকৃত দুইটি ছাগল উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হলো, ১। মোঃআতিকুর রহমান (৩৪) পিতা-মোঃ আলমগীর হোসেন, বর্তমান ঠিকানা শ্বশুর বক্কার মোল্লা, সাং- খালিয়া মাঠ পাড়া, থানা- মহম্মদপুর, জেলা- মাগুরা, স্থায়ী ঠিকানা সাং- সাতমাইল বারীনগর, থানা- কোতয়ালী, জেলা-যশোর,২। মোঃ অনিক সরদার (২৪), পিতা- মোঃ আসাদ সরদার, সাং- কালীনগর,থানা ও জেলা- মাগুরা।