প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন ও বিশ্ব নদী দিবস-২০২০ উদযাপন
কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের মধ্যদিয়ে বয়ে চলা নবগঙ্গা নদীকে সাজানো হয়েছে ভিন্ন রূপে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ পৌরসভার আয়োজনে নবগঙ্গা নদীর উপর তৈরিকৃত ভাসমান মঞ্চে ৭৪ পাউন্ড কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর৭৪তম জন্মদিন উদযাপন করা হয়।এছাড়াও ভাসমান ঐ মঞ্চে সোমবার নবগঙ্গা রক্ষা পরিষদের আয়োজনে ও ঝিনাইদহ পৌরসভার সহযোগীতায় “বিশ্ব নদী দিবস-২০২০” পালন করা হয়। শহরের বুক চিরে প্রবাহিত ঝিনাইদহ বাসীর প্রাণের এই নবগঙ্গা নদীকে দখলমুক্ত করে পরিবেশ বান্ধব বিশাল বিনোদন কেন্দ্র গড়ে তোলার প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব সাইদুল করিম মিন্টু।সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই মহা উৎসবের আয়োজন করা হয় বলে জানিয়েছেন মেয়র সাইদুল করিম মিন্টু।দিনব্যাপী এই উৎসবমূখর আয়োজন উপভোগ করতে নবগঙ্গা নদীর পাড়ে নির্মিত সু-স্বজ্জিত নতুন ওয়াক-ওয়েতে সমাজের নানা শ্রেণির মানুষের সমাগম ঘটে।