• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ন

প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার : বিশ্ব ইজতেমা

Reporter Name / ৪৩ Time View
আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগ তীরে রোববার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের সুরা সদস্য ক্কারী মোহাম্মদ জোবায়ের।

ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আছর বিশ্ব ইজতেমার বিশেষ আকর্ষণ শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম-উত্তর দিকে দোয়া মঞ্চ থেকে এ বিয়ে পড়ান ভারতের মাওলানা মো. জোহায়রুল হাসান।

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ ফজর শুরু হয় ঈমান-আমলের বয়ান দিয়ে। বয়ানের ফাঁকে মুসল্লিরা জিকির-আজগারে ব্যস্ত সময় পার করছেন। ফজরের নামাজের পরই মাওলানা খুরশিদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। এরপর ফজরের পর জোহর, আছর ও মাগরিবের নামাজের শেষে শুরু হয়ে খাবার গোসলের বিরতি দিয়ে তা চলে এশার নামাজের আগ পর্যন্ত। ইজতেমাকে ঘিরে টঙ্গীর তুরাগপাড়ে এখন টুপী-পাঞ্জাবী পড়া মানুষের ভিড়। শনিবারও ইজতেমায় মুসল্লিদের আসতে দেখা গেছে। এ আগমন আখেরি মোনাজাতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্ররকৗশলী মো. মাহফুজ।

রোববার দুপুরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ১১টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম। এরপর ২০ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ওই পর্বে অংশ নেবেন সাদ কান্ধলভির অনুসারীরা।

শনিবার সকাল থেকে ইজতেমা মাঠ ঘুরে দেখা যায়, বিশাল চট নির্মিত প্যান্ডেলের নিচে খিত্তায় (নির্ধারিত জায়গা) অবস্থান করছেন মুসুল্লীরা। তবে যারা ময়দানে খিত্তায় প্যান্ডেলের নিচে জায়গা পাননি তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ও কামাড়পাড়া সড়কের দুই পাশের ফুটপাতে কিংবা খোলা জায়গায়, এমনকি ইজতেমা ময়দান এলাকায় বহুতল বিশিষ্ট টয়লেট ভবনের ছাদে পাটি, চট দিয়ে বিছানা পেতে এবং পলিথিন/ ট্রিপল টানিয়ে বসে বয়ান শুনছেন তারা।

টাঙ্গাইল থেকে আসা মুসুল্লী নাজিম উদ্দিন বলেন, শুক্রবার রাতে টঙ্গী পৌঁছান তিনি। কিন্তু ততক্ষণে ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তাই মাঠের ভেতরে ঢোকার সুযোগ না পেয়ে সড়কের পাশে চট বিছিয়ে রাত কাটিয়েছেন।

শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত

তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বিকেলে ইজতেমা মাঠে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। শনিবার সকাল থেকেই অভিভাবকরা পাত্র-পাত্রীদের নাম তালিকাভুক্ত করাতে শুরু করেন। কনের সম্মতিতে বর ও উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে হয় এই বিয়ে। বিয়ে পড়ান ভারতের মাওলানা জুবায়রুল হাসানের ছেলে মো. জোহায়রুল হাসান। আনুষ্ঠানিকতা শেষে বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধি কামনায় করা হয়। এদিন বাদ আছর শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় শুক্রবার রাত ৯ টা থেকে শনিবার দুপুর পর্যন্ত বার্ধক্যজনিত কারণে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন, খুলনার ডুৃমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন(৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০) এবং নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে মোঃ হাবিবুর রহমান হবি (৭০)। এনিয়ে বিশ্ব ইজতেমা ময়দানের ছয় মুসল্লির মৃত্যু হলো।

বিশ্ব ইজতেমার পরিচালনা কমিটির প্রকৌলশী আব্দুন নুর বলেন, শুক্রবার দিবাগত রাত ৯ টায় মোফাজ্জল হোসেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক এবং শনিবার সকাল সাড়ে ৭ টায় হাবিবুর রহমান মারা গেছেন। তারা প্রত্যেকেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। ইজতেমা ময়দানে মৃতদের জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর আক্কাস আলী (৫০), বৃহস্পতিবার সকালে গাজীপুরের আবু তৈয়ব (৯০) ও সিলেটের নুরুল হক (৬৩) নামে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

সংবাদ সংগ্রহ : বাংলাদেশ জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1