পুলিশ জনগণের বন্ধু তার সাক্ষ্য রেখে চলেছে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম
কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা শৈলকূপা উপজেলার অমেতপুর ইউনিয়নের অসহায় প্রতিবন্ধি আরশাফুজ্জামান(৬৫) হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না।করোনার এই ক্রান্তিলগ্নে সে ঢাকা সাভারে ছিলো। তিনি গতকাল ঝিনাইদহ হয়ে গ্রামের বাড়ি যায়।গ্রামের বাড়ি যাবার পর সবাই তাকে করোনা ভাইরাস হয়েছে বলে গ্রাম থেকে বিতাড়িত করে।অসহায় এই মানুষটি কোন উপায় না পেয়ে একটু আশ্রয়ের জন্য ঝিনাইদহ গোয়ালপাড়ায় তার এক নিকট আত্বীয়ে কাছে যায় । সেখানেও এই মানুষটির জায়গা হয় নি । আশ্রয়ের শেষ আশাটুকু হারিয়ে অকূলপাথারে পড়ে। অবশেষে বহনকারী গাড়িওয়ালা কোন উপায় না পেয়ে গোয়ালপাড়া বাজারের পাশে নামিয়ে দিয়ে চলে যায়। সেখান থেকে এক ব্যক্তি ঝিনাইদহ থানার ওসি মিজানুর রহমানকে ফোনে বিষয়টি অবগত করেন। ওসি মিজানুর রহমান ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম কে বিষয়টি জানালে তিনি ওই ব্যক্তির খোজ খবর নিয়ে তার সমস্ত দায় দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঐ ব্যক্তিকে এনে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে একজন অভিভাবকের দায়িত্ব পালন করে চলেছেন।
করোনার লকডাউনের এই ক্রান্তিলগ্নে ঝিনাইদহের পুলিশ সুপারের নেতৃতে ঝিনাইদহের পুলিশ সদস্যরা দৃশ্যমান অগণিত ভালো কাজের সাক্ষ্য রেখে চলেছে ।