শিশুকে বেড়ে উঠার সময় ভালো একটি পরিবেশ আমরা দিতে না পারি, তাহলে তাদের থেকে ভালো কিছু আসা করতে পারি না। শিশুদের জন্য আমাদের ভালো পরিবেশ তৈরি করতে হবে। “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মজিবর রহমান এ কথা বলেন।
ঝিনাইদহে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিশু সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সেলিম রেজার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ শিশুরা।
ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ফারদিন রহমান বলে, পিছিয়ে পড়া ও পথ শিশুদের জন্য টাকা বিনিয়োগ করলে তারা বড় হয়ে আমাদের দেশকে বেশি কিছু উপহার দিতে পারে। তবে পথ শিশুদের জন্য জন্য সর্বপ্রথম নিরাপদ বাস স্থান প্রয়োজন। এখানে বিনিয়োগ করার প্রয়োজন। এছাড়া শিশুদের স্বাস্থ্যের জন্য অর্থ বিনিযোগ করতে পারি। তা হলে আমাদের শিশুরা অসুস্থ হলে সুস্থ করতে পারি।
ঝিনাইদহ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, মেধাপূর্ণ করতে হলে শিশুদের পিছনে অর্থ বিনিয়োগ করতে হবে। শিশুদের পিছনে যদি বিনিয়োগ না করা যায় তাহলে আগামী প্রজন্ম মেধাশূন্য হবে। সন্তান জন্মের পর পরই পরিবারের সব করতে হবে। শিশুটির পিছনে কি পরিমাণ বিনিয়োগ করে শিশুটি সঠিকভাবে বেড়ে উঠতে পারবে।
অনুষ্ঠানটির আয়োজন করে ঝিনাইদহ শিশু একাডেমি।