• শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:০৫ পূর্বাহ্ন

পার্লার মালিকদের পাশে কেন নেই কসমেটিকস কোম্পানীগুলো

Reporter Name / ৩২৪ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
পার্লার মালিকদের পাশে কেন নেই কসমেটিকস কোম্পানীগুলো

পার্লার মালিকদের পাশে কেন নেই কসমেটিকস কোম্পানীগুলো

পিকে নিউজ ডেস্কঃ

এই বৈশ্বিক দুর্যোগে কিভাবে টিকে থাকবে এবং ঘুরে দাড়াবে সৌন্দর্য শিল্প এ প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সৌন্দর্য বিষয়ক গবেষক ও লেখক, কসমিটোলজিস্ট মোঃ এ.কে.এস অনিমিথ বলেন- শুধু সরকারের পক্ষে এ শিল্পের পাশে দাড়ানো সম্ভব নয়। তিনি আরো বলেন,এমন দুর্দিনের কথা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি, ঘরে-ঘরে যেন বেদনার কাব্য। ক্ষুদ্র ও কুঠির শিল্পের জন্য যে লোনের ঘোষণা হয়েছে তাতে পার্লার মালিকদের জন্য কত পার্সেন্টই বা আসবে? বর্তমানে প্রায় চার লক্ষ পার্লার আছে বাংলাদেশে বড়-ছোট-ঘরোয়া ভাবে। নারী কর্মজীবীদের মধ্য ১৮% মেয়েরা পার্লারে কাজ করে,পুরুষদের সেলুন ও পার্লার মিলিয়ে আছে সাড়ে পাঁচ লক্ষ। এ শিল্পের যে বাজেট আসবে তাতে কতজন লোন পাবে? এরপর কাগজপএের ঝামেলাতো আছেই। সব মিলিয়ে ১০% পার্লার বা সেলুন মালিক এই লোন পাবে কিনা আমার সন্দেহ। বিভিন্ন অ্যাসোসিয়েশন, ব্যক্তি যে উপহার দিচ্ছেন তাতে কতদিনই বা চলবে!

এ শিল্পের জন্য সবচেয়ে বড় ভুমিকা রাখা উচিত কসমেটিকস কোম্পানী গুলোর।১০ হাজার কোটি টাকার কসমেটিক মার্কেট বাংলাদেশে। বাংলাদেশে প্রতিমাসে শুধু ফর্সা হবার ক্রিমই সেল হয় প্রায় ৫০০ কোটি টাকার, সাবান ৭২০ কোটি টাকার,আরো কয়েকশত পণ্যের হাজার হাজার কোটি টাকার বিক্রি হয়। অধিকাংশ কসমেটিক কোম্পানীর একটি বড় সেল আসে পার্লার বা সেলুন থেকে। দেশে ছোট- বড় কোম্পানী ও ইম্পোর্টেড কোম্পানী মিলে কয়েক হাজার কোম্পানী রয়েছে । বহু কোম্পানীর ৭০% ও ৮০/ ৯৫% আয় আসে পার্লার ও সেলুন থেকে। কিছু কোম্পানীর ১০০% আয় আসে পার্লার ও সেলুন থেকে। আজ করোনার থাবায় দিশেহারা বিশ্ব , আজ কেন এসব কোম্পানীগুলো এ শিল্পের পাশে নেই? যেখানে কোম্পানীগুলো কত আশ্বাস দিত, স্বপ্ন দেখাতো ও পাশে থাকার গল্পকাহিনী বলতো। বিশ্বের ৬ষ্ঠতম মুসলিম কসমেটিকস বাজার আমাদের, তবুও এ শিল্পের পাশে কসমেটিকস কোম্পানীগুলো নেই। সবার পাশেতো দাড়াতে হবেনা,শুধু এ শিল্পে অসহায় যারা তাদের পাশে কেন দাড়াবে না এ সব কোম্পানীগুলো? কিছু দেশী কোম্পানী অতি সামান্য দিলেও তা অপ্রতুল । বিদেশী কোম্পানী গুলো বাংলাদেশের বাজার থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে কসমেটিকস সেল করে। তারা কেন কোন অনুদান দিচ্ছে না ? যখন এ দেশের সৌন্দর্য শিল্পিরা সুখের পথ হারিয়ে ফেলছেন। বড়-বড় কোম্পানী গুলো শত কোটি টাকা খরচ করে বিশ্ব সেলিব্রেটিদের দিয়ে বিজ্ঞাপন করে, আজ এই শিল্পের আকাশে যখন কালো মেঘের ঘনঘটা, প্রতিটা পার্লার ও সেলুন মালিক অনিশ্চয়তার সাগরে হাবুডুবু খাচ্ছে তখন ঐ সব বড় কোম্পানীকে বলতে চাই -প্রতি মাসে বিজ্ঞাপনে যে ৪০% ব্যয় করেন এখন সেটা এ শিল্পে ব্যয় করুন। জানি নিঃশ্বার্থভাবে তো দিবেন না, তাই স্টারদের দিয়ে শত কোটি টাকার বিজ্ঞাপন না করে, অসহায়দের অনুদান দেবার সময় প্রয়োজনে বিজ্ঞাপন তৈরি করে প্রচার করেন, অনুরোধ তবুওতো কিছু দিন। বেঁচে থাক এ শিল্প, বেঁচে থাকেন আপনারাও। নয়তো যাদের দিয়ে আজ আপনাদের ব্যাংক-ব্যালেন্স তাদের দীর্ঘশ্বাসে হয়তো আপনারাও ভাল থাকবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1