পরিবেশ অধিদপ্তরের ২য় দিনের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো ঝিনাইদহের আরও ১০টি অবৈধ ইটভাটা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে পরিবেশ অধিদপ্তরের অভিযানের ২য় দিনে গুড়িয়ে দেওয়া হয়েছে আরও ১০ টি অবৈধ ইটভাটা।এ নিয়ে গত ২দিনে ঝিনাইদহ সদর,হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় ২০টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ৪টি ইটভাটায় জরিমানা করা হয় ২৪ লাখ টাকা।
বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার পৌর এলাকায় অভিযান চালানো হয়। এর নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার। সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর ও উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।
উপ-পরিচালক সাঈদ আনোয়ার বলেন,আমরা বুধবার থেকে ঝিনাইদহে অভিযান শুরু করেছি। যে ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, জেলা প্রশাসনের অনুমোদন নেই। এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।