• শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ অপরাহ্ন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঝিনাইদহে উৎসব পালন

মোঃ শাহানুর আলম ঝিনাইদহ প্রতিনিধিঃ / ৫৬ Time View
আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঝিনাইদহে উৎসব পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৫জুন) সকালে শহরের পুরাতন ডিসি চত্ত¡রে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, পৌর প্রশাসক ইয়ারুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম শাহীনসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে র‌্যালী প্রদর্শণ করে পুরাতন ডিসি কোর্ট চত্ত¡রের সভা মঞ্চে একত্রিত হয়। এরপর সকাল ১০টা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে যুক্ত হয়।
এছাড়া গত কয়েকদিন ধরে শহরে প্রস্তুতি মূলক পরিস্কার পরিচ্ছনতা, সরকারি ও বেসরকারি সু উচ্চু ভবনও স্থাপনায় আলোকসজ্জা, জেলা তথ্য অফিসের তত্ত¡াবধানে শহরের গুরুত্বপূর্ন মোড়ে মোড়ে পদ্মা সেতু সম্বলিত ব্যানার, ফেস্টুন, জারি,সারি গানের মাধ্যমে প্রচারণা।

এছাড়া শহরের পায়রা চত্বরে সড়ক ডিভাইডারের উপর দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু নেতৃত্বে দৃষ্টি নন্দন পদ্মা সেতুর প্রতীকী ডেমো সেতু তৈরি করা হয়েছে। সব মিলে শহর জুড়ে সেজেছে উৎসবের আমেজে।


জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই স্বপ্নের সেতুর শুভ উদ্বোধনের মধ্যদিয়ে স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেটের দুর্বলতার কারণে সরাসরি দেখতে না পারায় দুঃখ প্রকাশ করেছে। তবে প্রথমেই প্রধানমন্ত্রী টোল পরিশোধ করে এই সেতু পার হওয়ায় অনেকেই উৎসাহিত হয়েছেন।


পদ্মা সেতুতে ২০২৩ সালে রেল লাইন চালু হওয়ার সাথে সাথে ঝিনাইদহবাসী ঝিনাইদহ জেলায় রেল লাইন স্থপনের দাবি জানান। স্থানীয় আওয়ামী লীগের নেতা ও বিশিষ্ট জনেরা মনে করেন পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে, ঝিনাইদহসহ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার অর্থনীতির চাকা পুনর্জীবিত হবে। সন্ধ্যার পর পুরাতন ডিসি কোর্র্ট সভামঞ্চে চ্যানেল আই খ্যাত শিল্পিদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1