অনেক দৌড়ঝাঁপ করেও এ মৌসুমে নেইমারকে দলে ভেড়াতে পারেনি বার্সেলোনা। তবু হাল ছাড়েনি তারা। যেমনটা বললেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল।
আবিদাল বলেন, ‘আমার কাছে ক্রীড়াসুলভ বিষয়গুলো ও ক্লাব হিসেবে আমাদের লক্ষ্য পূরণে শক্তিশালী দল গড়াটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে লাউতারো, নেইমার অথবা যে কোনো প্রতিভাবান ফুটবলার সবসময় ক্লাবের জন্য ভালো।’
নেইমারকে ফেরাতে ফের চেষ্টা করবে বার্সা। তবে আবিদানের মনে হয় তাকে দলে ভেড়ানো মোটেও অসম্ভব নয়, ‘আমি এটাকে অসম্ভব হিসেবে দেখি না। আমরা এ নিয়ে কাজ করার চেষ্টা করব।’
২০১৭ সালে লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে আসতেই রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। তবে বারবার চোটের আঘাত আর নানা সময়ে বিতর্কে জড়িয়ে সে সম্ভাবনা আলোর মুখ দেখেনি।