বিশুদ্ধ নয় নিরাপদ পানি
করতে হবে পান,
সবার জীবন রক্ষা পাবে
বাড়বে জাতির মান ।
পাঁচভাবে দূষিত হয়
নিরাপদ যত পানি,
ওয়াশ আপা বলে তাই
আমরা সবায় জানি ।
আর্সেনিকমুক্ত কলের
গোঁড়া পাকা চাই,
না করলে পচা পানি
লিয়ারে নেয় ঠায়।
চাপ দিলে উঠে আসে
দুর্গন্ধ ওই পানি,
পানের জন্য না বুঝে
কলস ভরে আনি ।
পানের জন্য চাইলে পানি
গ্লাস ভরে খাই ,
ডাইরিয়া আর আমাশয়ে
জীবনও চলে যাই ।