নিবেদিত প্রাণ
কাজী পিকু
ফুলের জলসাতে কথার ফুলঝুরি
একথা শুধু তোমার ক্ষেত্রেই মানাই
তোমার বচনের বাচিকতা
তোমার বলার শব্দমালা
জাগরণের কণ্ঠে সুপ্রভাত ।
কাব্যময়তার কাননে ফুটে উঠা ফুল
সুভাষিত করে মন
আঁধারে জ্বলে জোনাকির আলো
স্বপ্নরা জাগে কালের গায়ে
শুধু তোমার ভালোবাসায় ।
ঘাত – প্রতিঘাতের শব্দগুচ্ছ
তোমাকে করেছে মহান
মানবতার জঠরে জন্ম নেওয়া নিবেদিত একপ্রাণ ।