• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:৫০ অপরাহ্ন

নব-নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

তাপস কুণ্ডু , ঝিনাইদহঃ / ১৩৫ Time View
আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের রতনাট গ্রামে এলাকাবাসীর ব্যানারে তার সমর্থকরা এই কর্মসূচীর আয়োজন করে। ব্যানার ফেস্টুন নিয়ে জনপ্রতিনিধি, স্থানীয় মাতব্বরসহ নানা শ্রেণী পেশার মানুষ কর্মসুুচিতে অংশ নেয়। এতে নব-নির্বাচিত ইউপি সদস্য তুহিন বিশ্বাস, সাবেক সদস্য কাজী মোহাম্মদ আলী, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, স্থানীয় মাতব্বর চাঁদ আলী, ছবিরন নেছা, রুমি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা বলেন, গত ৮ জানুয়ারি বগুড়া ইউনিয়নের আওধা গ্রামে কল্লোল খন্দকার নামের এক যুবক নিহত হয়। ঘটনার সময় বিনা ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শিমুল শৈলকুপা উপজেলা আইনশৃৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকলেও তাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ষড়যন্ত্র দাবী করে বক্তারা দ্রæত এই মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1