• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:২৭ অপরাহ্ন

নববর্ষের প্রথম দিনেই ঘরেঘরে সবজি ডিম পৌঁছে দিলেন মেয়র সাইদুল করিম মিন্টু

Reporter Name / ১১৭ Time View
আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

নববর্ষের প্রথম দিনেই ঘরেঘরে সবজি,ডিম পৌঁছে দিলেন মেয়র সাইদুল করিম মিন্টু

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু আজ মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিনেই ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে রিক্সা , ভ্যান চালক, ও নিম্নআয়ের মানুষের ঘরেঘরে ভ্যানে করে সবজি, ডিম পৌঁছে দিলেন।
এসময় তিনি ডিমসহ লাউ, মিষ্টি কুমড়া, পুইশাক, ডাটাশাক, বেগুন, বরবটি , টমেটো, পটল, কাঁচামরিচ প্রদান করেন।
সাইদুল করিম মিন্টু পিকে নিউজ প্রতিবেদককে বলেন, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের কারনে অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আজকে ঘরেঘরে সবজি পৌঁছে দিচ্ছি। যাতে করে ঝিনাইদহ পৌরসভার একটি মানুষও খাবার অভাবে কষ্ট না পায়।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসনের সাথে নিয়ে দরিদ্র মানুষের ঘরেঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি। যতদিন এই মানুষের জীবনযাত্রা স্বাভাবিক না হবে ততদিন আমরা ঝিনাইদহ পৌরসভার মানুষের পাশে আছি এবং থাকবো।
তিনি আরও বলেন , ঝিনাইদহ পৌরসভার প্রায় ত্রিশ হাজার মানুষের দ্বারেদ্বারে পায়ে হেঁটে খাদ্যসামগ্রীর প্যাকেজ হিসেবে চাল, ডাল, আলু, তেল,সাবান ও লবণ পৌঁছে দিয়েছি।

বিপদের এই দিনে পাশে দাঁড়ানোর জন্য খেটে খাওয়া অসহায় মানুষজন তাঁর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1