মো: হায়দার আলীকে সভাপতি ও মো.সাইফুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ নতুন হাটখোলা হাটবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) এক বৈঠকে কোন ভোটাভুটি ছাড়াই ২০২৩-২০২৫ মেয়াদের দায়িত্ব পালনের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়।
এ সময় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ দোকান মালিক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত ২৫ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো: হায়দার আলী, সহ-সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান ও মো: মসিউল আলম বাবলু। সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।সহ-সাধারণ সম্পাদক মো: মারুফ হোসেন ও মিটন শেখ,সাংগঠনিক সম্পাদক মো:হাবিবর শেখ,কোষাধ্যক্ষ রানা মন্ডল,দপ্তর সম্পাদক মোফাজ্জেল হোসেন ,ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন মিয়া, ধর্ম বিষয়ক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক ইসরাইল হোসেন,ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সেকেন্দার আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: টিটন শেখ,নির্বাহী সদস্য মোহাম্মদ মোশারফ মৃধা, গোলাম বারী, মো: সিরাজুল ইসলাম,মো: রাজু আহমেদ,মো:নাসির উদ্দিন,মো:মনিরুল ইসলাম ও শ্রী বিপুল।
নতুন কমিটির সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম জানান,দীর্ঘ আট বছর পর সিলেকশনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাকে পুনরায় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়েছে। বিগত বছরগুলোতেও আমি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি এবং ভবিষ্যতেও করবো। ব্যবসায়ীদের আপদে বিপদে সর্বাত্মক পাশে থাকার চেষ্টা করব।
এদিকে কমিটির অনুমোদন পাওয়ায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নতুন হাটখোলা হাটবাজার দোকান মালিক সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দ।