• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন

দীর্ঘ ১০ মাস পর শৈলকুপার প্রতিবন্ধি যুবতী ধর্ষণ মামলার ফেরারি আসামী গ্রেফতার

Reporter Name / ১২৫ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

মনিরুজ্জামান রাসেল,ঝিনাইদহঃ

দীর্ঘ ১০ মাস পর শৈলকুপার যাদবপুর গ্রামে এক প্রতিবন্ধি যুবতী ধর্ষণ মামলার ফেরারি আসামী হৃদয় হোসেন ওরফে রাব্বুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় হোসেন ওই গ্রামের ছাব্দুল মোল্লার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এস আই রাসেল গোপন সুত্রে জানতে পারে যে, আসামী নিজ বাড়িতে অবস্থান করছে।গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি থেকে আসামীকে গ্রেফতার করে। ধর্ষণ মামলা দায়ের করার পর থেকে হৃদয় হোসেন পলাতক ছিল।জানা গেছে, গত বছরের ৩১ মে যাদবপুর গ্রামের এক প্রতিবন্ধি যুবতী কুমার নদীতে কাপড় কাচতে গেলে হৃদয় হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
একই বছরের পহেলা জুন এঘটনায় ধর্ষিতার বড় ভাই ইনছান আলী বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করেন।মামলার পরও পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে ব্যর্থ হয়।
অবশেষে গত ১৫ মার্চ ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামী গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করেন। আদালতের পরোয়ানা পেয়ে পুলিশ ধর্ষক হৃদয়কে গ্রেফতার অভিযান শুরু করে।বুধবার শৈলকুপা থানা পুলিশ আসামী হৃদয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1