তোমার স্বপ্নে
কাজী পিকু
তোমার স্বপ্নে অনুপ্রানিত হয়ে
যুবকেরা রাতজাগে স্বপ্ন আঁকে
ইতিহাস হবার ।
তোমার নীতির কঠোরতায়
যুবকেরা শপথ নেয় অনড় থাকে
টর্নেডো হবার ।
তোমার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে
যুবকেরা আলিঙ্গন করে জ্বলন্ত ভিস্যুভিয়াস
সিংহপুরুষ হবার ।
তোমার আলোয় আলোকিত হয়ে
যুবকেরা স্বপ্ন দেখে চন্দ্রের স্নিগ্ধতায়
আশার প্রদীপ হবার ।