তুমি তাই পাবে যা তুমি দিবে_মেয়র আলহাজ সাইদুর করিম মিন্টু ঝিনাইদহ
জীবনটা খুবই সাধারণ,তুমি তাই পাবে যা তুমি দিবে। সম্মান চাও,তবে সম্মান দাও। মনোযোগ প্রত্যাশা করলে,আগে মনোযোগী হও। ভালোবাসা চাও তো ভালোবাসা দাও। যদি মানুষের জন্য কিছু করতে চাও তাহলে মিন্টু ভাই পাশে দারাও।