ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুঃস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত দুইবছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে হরিণাকুণ্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদ থেকে দুইশত এগার জন দুস্থ গরিব দুঃখিদের মাঝে সু-শৃঙ্খল পরিবেশের মাঝে ভিজিডি’র ৩০ কেজি চাউল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ২৪ ফ্রেব্রুয়ারী সকালে তাহেরহুদা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিজিডি র্কাড ও চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনজুর রাশেদসহ পরিষদের সদস্যবৃন্দ। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনজুর রাশেদ বলেন,অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ত্রিশ কেজি চাল বিতরণ করা হবে।
পাশাপাশি দুঃস্থ মহিলাদের নিকট থেকে দুইশত টাকা করে সঞ্চয় হিসেবে নিয়ে দুইবছর মেয়াদ শেষে এককালীন দেওয়া হবে।দুই বছরের মধ্যে ১৪ মাস চলমান এই প্রকল্পে যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু,ছাগল ও হাঁস-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে। এজন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।