ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তি উপলক্ষে ঝিনাইদহে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ জনগণের দৌর গড়ায় সেবার ১০ বছর। এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তিতে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় সহ দেশের ১০টি জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে অংশ নেয়। এসময় জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উদ্যোক্তা ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।