• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন

টেডি’র জীবন দিয়ে রক্ষা করলো মালিকের জীবন

মোঃ শাহানুর আলম,প্রধান প্রতিবেদক,ঝিনাইদহ / ৮৬ Time View
আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২

আদিকাল থেকেই প্রচলিত আছে কুকুর প্রভুভক্ত প্রাণী।আবারও সেই কথার প্রমাণ দিলো ঝিনাইদহের টেডি নামের একটি পোষা কুকুর। জার্মান শেফার্ড জাতের একটি কুকুর বিষাক্ত সাপের মুখে নিজের জীবন বিলিয়ে দিয়ে বাচালেন মালিকের জীবন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মালিককে বাচাতে সাপ ও কুকুরের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা ঘটে।শেষ পর্যন্ত সাপ ও কুকুর উভয়ই মারা যায়।তবে রক্ষা পান মালিক সেলিম রেজার জীবন।

সেলিম রেজা উপজেলা বলরামনগর গ্রামের আবদুর রহমানের ছেলে।তিনি পেশায় একজন কৃষক।
জানা যায়,বৃহস্পতিবার রাতে টেডি নামের ওই কুকুরের মালিক সেলিম রেজা ও তার ভাই আলিম রেজা মাঠে আলুর জমি পাহারা দিচ্ছিলেন। পাশে ছিল বিশ্রামের জন্য একটি চৌকি।এর ওপর দুই ভাই শুয়ে ছিলেন।টেডি ছিল ওই চৌকির নিচে। রাত ৯টার দিকে ওই খাটের কাছে একটি সাপ ছুটে আসে।এটা দেখে টেডি সাপটিকে ধাওয়া দেয়। কিছু দূরে উভয়ের মধ্যে লড়াই হয়।একপর্যায়ে টেডি সাপটিকে মারতে সক্ষম হয়। কিন্তু সাপটির কামড়ে আক্রান্ত হয় সে নিজেও।সাপের কামড়ে মারা যায় টেডি।

সেলিম রেজা বলেন,টেডিকে এক লাখ টাকা দিয়ে কিনেছিলাম।প্রথমে তাকে ২০১৯ সালে বাংলাদেশে আনা হয়। টেডির কারণে খেত পাহারা দিতে কোনো শ্রমিকের দরকার হতো না।এর আগেও জীবনের ঝুঁকি নিয়ে তার পরিবারের সদস্যদের নিরাপদে রেখেছিল টেডি।একদিন তার ছেলেকে মোটরসাইকেলে চাঁপা পড়া থেকে রক্ষা করেছিল টেডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1