ঝিনাইদহ সমতা ডায়াগনোস্টিক সেন্টারে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা হোক
ঝিনাইদহঃ
সমতা ডায়াগনোষ্টিক সেন্টার ঝিনাইদহ জেলায় চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে একটি পরিচিত নাম। বিগত সময়ে বিশেষ করে করোনার এই বিপদজনক সময়ে এই প্রতিষ্ঠানটি খোলা রেখে প্রতিষ্ঠানের ডাক্তার এবং সেবাদান কর্মীরা জীবনের ঝুকি নিয়ে করোনা সহ অন্যান্য রুগীদের সেবা প্রদান করে আসছে। এই সেবা প্রদান করতে গিয়ে ডা: মোকাররম হোসেনসহ আরো ও ছয় জন সেবাদান কর্মী করোনায় আক্রান্ত হন। অন্যান্য চিকিৎসকবৃন্দ এবং সকল সেবা কর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ হয়েছে। এটায় ঝিনাইদহ জেলায় একমাত্র প্রতিষ্ঠান যারা স্ব উদ্যোগে তাদের সকল ডাক্তার ও সেবাদান কর্মীদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করেছে। তাই সাধারণ রুগীরা মনে করেন এই প্রতিষ্ঠানটি এখন করোনামুক্ত। যেখানে করোনামুক্ত ডাক্তার ও সেবাদান কর্মীদের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহন করা সম্ভব। তাই প্রশাসনের কাছে আবেদন সমতা ডায়াগনোষ্টিক সেন্টার খোলা রেখে করোনামুক্ত পরিবেশে রুগীদের চিকিৎসা সেবা গ্রহন করার সুযোগ প্রদান করা হউক। ঝিনাইদহ জেলার সকল ডায়াগনোষ্টিক সেন্টারের ডাক্তার ও সেবাদান কর্মীদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হোক।