ঝিনাইদহ সদর হাসপাতালে ডক্টর সেফটি বুথ স্থাপন
কাজী মোহাম্মদ আলী পিকু, ঝিনাইদহঃ
সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মোচিত হলো ঝিনাইদহ সদর হাসপাতালে। চারিদিকে যখন করোনার মহামারী, মানুষ দিশেহারা, রোগী পাচ্ছেনা চিকিৎসা, নিরাপত্তার জন্য ডাক্তাররাও দিতে পারছেনা যথাযথ সেবা। ঠিক এই মুহূর্তে এক অবিস্মরণীয় কাজ করলেন ঝিনাইদহের বন্ধু সংগঠন রাইট ফ্রেন্ডস সোসাইটি ও ব্যাচ ‘৯৮ যৌথ সংগঠনটি।
বন্ধু সংগঠন রাইট ফ্রেন্ডস সোসাইটি ও ব্যাচ ‘৯৮ (কাঞ্চন নগর স্কুল) এর যৌথ উদ্যোগে ঝিনাইদহ সদর হাসপাতালের প্রধান গেটে একটি ডক্টরস সেফটি বুথ স্থাপন করা হয় ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টায়। বুথ স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন সেলিনা বেগম, ডাঃ আয়ুব আলী, তত্তাবধায়ক সদর হাসপাতাল ও আর এম ও সদর হাসপাতাল, ঝিনাইদহ ডাঃ অপূর্ব কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাইট ফ্রেন্ডস সোসাইটির প্রতিনিধি গাউস গোর্কি, শাহিনুর লিটন , তানভীর আহমেদ রনিসহ অন্যান্যরা। ব্যাচ ৯৮ কাঞ্চননগর স্কুল প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রিপন ঘোষ, গিটার রাসেল, মোস্তাফিজুর রহমান মুন্না, শিশির, জামিল ইনভিসহ বিউটিফুল ঝিনাইদহ এডমিন তারেক মাহমুদ জয়।
ডক্টর সেফটি বুথ স্থাপন প্রসঙ্গে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন আমি রাইট ফ্রেন্ড সোসাইটি ও ব্যাচ-৯৮কাঞ্চননগর স্কুল প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি সমাজের সবাইকে মানবিক কাজের জন্য এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
ঝিনেদা জেলা সিভিল সার্জন সেলিনা বেগম বলেন,সংগঠনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমাদের ডাক্তারদের সেফটির জন্য ,চিকিৎসা ব্যবস্থায় যে বিড়ম্বনা হচ্ছিল তা আজকে থেকে কেটে যাবে ইনশাল্লাহ।
এদিকে ডক্টর সেফটি বুথ পেয়ে ডক্টর এবং সাধারণ রোগীদের মধ্যে আশার আলো সঞ্চার হয়। তবে সাধারণ মানুষের দাবি এই ডক্টর সেফটি বুথটি যেন সঠিকভাবে ব্যবহার করা হয়।