ঝিনাইদহ সদর হাসপাতালে কোভিড রোগিদের অক্সিজেন সিলিন্ডার বহণের জন্য জাহেদী ফাউন্ডেশনের গাড়ী প্রদান
কাজী মোহাম্মদ আলী পিকু, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড রোগিদের অক্সিজেন সিলিন্ডার আনার জন্য একটি গাড়ী প্রদান করা হয়েছে।জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার দুপুরে আলোচনা অনুষ্ঠান শেষে হাসপাতালের তত্বাবধায়কের হাতে গাড়ীর চাবি তুলে দেওয়া হয়।সদর হাসপাতালের তত্বাবধায়ক হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, তবিবুর রহমান লাবু, সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাকির হোসেন।এ সময় বক্তারা, কোভিড-১৯ নিয়ন্ত্রনে সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানান।