ঝিনাইদহ সদর হাসপাতালে আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, আকিজ বেকার্স তার সদ্য বাজারজাতকৃত ব্র্যান্ড বেকম্যান’স এর ব্যানারে ২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মেশিন প্রদান করা হয়।
আনুষ্ঠানিক ভাবে হাই ফ্লো নাজাল ক্যানুলা ২টি গ্রহণ করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সেলিম রেজা, ঝিনাইদহ প্রে সক্লাব সভাপতি এম রায়হান।
আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যান’র এর ঢাকা ডিভিশনাল সেলস ম্যানেজার ইব্রাহিম খলিল, খুলনা ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল আহমেদ, ইভেন্ট ম্যানেজার রাশেদুজ্জামান ও ঝিনাইদহ এরিয়া সেলস ম্যানেজার অহিদুজ্জামান বাদল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আকিজ গ্রুপ বরাবরই বাংলাদেশের জনগণ ও সরকারের সাথে থেকেছে। দেশের মানুষের জীবনমান উন্নয়নে আকিজ গ্রুপ এর ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে। করোনার এই সংকটময় মুহূর্তে আকিজ গ্রুপ ঝিনাইদহবাসীর পাশে দাড়িয়ে যে, মহান উদ্যোগ নিয়েছে তা সত্যিই অতুলনীয়।