ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলা ছাত্রকল্যাণের বার্ষিক বনভোজন-২০২০
পিকে নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ জেলার সদর ও হরিণাকুন্ডু উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বার্ষিক বনভোজন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঢাকায় অবস্থিত তামান্না পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. নুর-উর-রহমান।
এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলার চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন।