ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্গত এক নম্বর সাধুহাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালেক।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা,সাবেক ছাত্রনেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সন্জু,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন,সাধুহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃনাজির উদ্দিন,চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান,সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক খানজাহান আলী ও সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন।
উক্ত সভা পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস ওহিদুজ্জামান।আগামী তিন বছর মেয়াদে জাহাঙ্গীর আলম’কে সভাপতি,আতিকুল মন্ডলকে সাধারণ সম্পাদক ও মোঃ ইউনুছ আলী’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১ নং সাধুহাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সাধুহাটি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দিন শুভেচ্ছা ও অভিনন্দন জানান।