ঝিনাইদহ শৈলকুপার ইবি শিক্ষার্থী তিন্নির মৃত্যুর রহস্য
ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণ ও হত্যার কোন আলামত পাওয়া যায়নি
কাজী মোহাম্মদ আলী পিকু, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উলফাত আরা তিন্নীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণ ও হত্যার কোন আলামত পাওয়া যায়নি। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার।
তিনি বলেন, তিন্নীর ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের কোন আলামত মেলেনি। আর এটি ছিল আত্মহত্যা। চিকিৎসকরা ময়নাতদন্ত রিপোর্ট থানায় হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে নিজ বাড়িতে তিন্নীর রহস্যজনক মৃত্যু হয়। রাত ১২ টার দিকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর মেয়ে।
তিন্নীর স্বজনদের অভিযোগ, তার বোনের সাবেক স্বামী শেখপাড়া গ্রামের কুনুরুদ্দীনের ছেলে জামিরুল ও তার তিন সহযোগী জোর করে তিন্নীদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এসময় তিন্নীর শোবার ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করায় আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এ ঘটনায় গত শুক্রবার তিন্নীর মা হালিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে এখনো আসে নাই।