ঝিনাইদহ শিশু একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় চিত্রাংকন, যেমন খুশি তেমন সাজো, কুইজ, লোকনৃত্য ও লোক সংগীত প্রতিযোগিতা এবং আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার দিনব্যাপি শিশু একাডেমি মিলনায়তনে এ সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নববর্ষ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা বেগম এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। এসময় উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা কালচারাল কর্মকর্তা জসিম উদ্দিন, সরকারি বালক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোবিন্দ প্রসাদ দেবনাথ, সহকারি শিক্ষক সমীর কুমার বৈদ্য।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।